উত্তর পশ্চিম চিন - Latest News on উত্তর পশ্চিম চিন| Breaking News in Bengali on 24ghanta.com
তুষার ঝড়ে বিপর্যস্ত জিংজিয়াং প্রদেশ

তুষার ঝড়ে বিপর্যস্ত জিংজিয়াং প্রদেশ

Last Updated: Wednesday, November 23, 2011, 16:29

টানা দুদিনের প্রবল তুষার ঝড়। আর তাতেই বিপর্যস্ত উত্তর পশ্চিম চিনের জিংজিয়াং প্রদেশ। একের তুষারপাত, সঙ্গে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার বেগে হাওয়া। রবিবার রাত থেকে শুরু হওয়া তুষারঝড়ে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেকটাই নীচে। দুদিন রাস্তায় বেরোতেই পারেননি মানুষ।