Last Updated: Tuesday, October 22, 2013, 21:25
২৬ মাসে দু-দুবার উপাচার্য বদল। এমনই চরম অস্থিরতা মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেই সরতে বাধ্য হয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য। আজ নয়া উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন গোপালচন্দ্র মিশ্র।