Last Updated: Sunday, October 2, 2011, 14:24
ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তুললেন পাক পেসার উমর গুল। গত বছর পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে অ্যান্ডারসনকে বল ট্যাম্পারিং করতে দেখেছিলেন গুল। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের এই পেস বোলার। গুল বলেন বল বিকৃত করা কোন নতুন বিষয় নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দলের বোলারই এই কাজ করে থাকেন।