এআইএফএফ - Latest News on এআইএফএফ| Breaking News in Bengali on 24ghanta.com
অ্যাম্বুলেন্স বিনা ম্যাচের কিক অফ নয়, এআইএফএফ

অ্যাম্বুলেন্স বিনা ম্যাচের কিক অফ নয়, এআইএফএফ

Last Updated: Friday, March 23, 2012, 21:13

বেঙ্গালুরুতে খেলার সময় ফুটবলার মারা যাওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বেঙ্গালুরুতে প্রথম ডিভিসন লিগের ম্যাচে কার্যত বিনা চিকিত্সায় প্রাণ হারাতে হয় তরুণ ফুটবলার ভেঙ্কটেশকে। মাঠে ছিল না কোন অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স ছাড়া এবার থেকে আর কোন ম্যাচের কিক অফ হবে না বলে জানিয়েছেন এআইএফএফ সচিব কুশল দাস।।