এইটআরবিসি - Latest News on এইটআরবিসি| Breaking News in Bengali on 24ghanta.com
মহাকরণে স্থানান্তরে প্রমাদ গুণছেন কর্মীরা

মহাকরণে স্থানান্তরে প্রমাদ গুণছেন কর্মীরা

Last Updated: Thursday, September 19, 2013, 22:49

মহাকরণ স্থানান্তরের সঙ্গে সঙ্গেই কর্মীদের পুনর্বিন্যাসের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। কিছু স্থায়ী পদ অবলুপ্ত করা হচ্ছে। তুলনীয় কাজের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ হচ্ছে। গত দুমাসে এই সংক্রান্ত একাধিক নির্দেশিকায় আতঙ্কে ভুগছেন কর্মীদের একাংশ। তাঁদের আশঙ্কা, শেষপর্যন্ত কর্মী ছাঁটায়েই পথে যাবে রাজ্য। প্রতিবাদে আজ মহাকরণে অবস্থানে বসেন কর্মীরা। একাধিক দফতরে স্থায়ীপদ উদ্বৃত্ত ও বিলোপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানাভাবের কারণে কর্মীদের অতিরিক্ত ঘোষণা করে অন্য দফতরেও পাঠানো হচ্ছে।