Last Updated: Tuesday, April 23, 2013, 21:05
ডাইনিতে বিশ্বাস করেন? নাক কুঁচকে বলছেন- না! ধরুন যদি কখনও জানতে পারেন, আপনার ছোট্ট বাচ্চাটির গভর্নেস আসলে রাত কি রানি, থুড়ি ডাইনি। তার নামও ডায়না। আপনার ছেলেটি, যে গবগব করে গেলে ডাইনিবিদ্যার বই সেই বুঝতে পেরেছিল উনি আসলে চুড়েইল। রহস্যময় লিফটে চড়ে নরক থেকে উঠে আসেন (গল্পে গরু গাছে চড়ে, ডাইনি চড়ে লিফটে!)। বাবাকে পটিয়ে পাটিয়ে গভর্নেস সেজে বসেন।