Last Updated: Sunday, February 5, 2012, 22:32
সক্কলের বন্ধু পিন্টো মানে প্রতীক বব্বর এবার প্রেমে মজেছেন। অ্যমি জ্যাকসনের প্রেমে পড়ে তিনি এতটাই হাবুডুবু খাচ্ছেন যে সবাই তাঁকে বলছে দিওয়ানা। তবে এই মুহূর্তে রিয়্যাল নয়, রিল লাইফেই তাঁকে রোমান্স করতে দেখা যাবে, গৌতম বাসুদেব মেনন পরিচালিত রোমান্টিক ছবি `এক দিওয়ানা থা`-তে।