Last Updated: Sunday, September 29, 2013, 21:13
মিস ওয়ার্ল্ড মুসলিমাহ হলেন নাইজিরিয়ার ওবাবি আইশা আজিবোলা। গত ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় এই খেতাব জেতেন ২১ বছরের আজিবোলা। ২ হাজার ১৯০ মার্কিন ডলার পুরস্কার, মক্কা ও ভারতে ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন আজিবোলা। জেতার পর আল্লাহকে ধন্যবাদ জানিয়ে ফ্রান্সের সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে আজিবোলা বলেন, "আমরা শুধু দুনিয়াকে দেখানোর চেষ্টা করছি যে ইসলাম সত্যিই সুন্দর।"