Last Updated: Thursday, October 25, 2012, 21:35
বাঙালির প্রাণের উত্সব শেষ হয়েছে গতকাল। কত নিষ্ঠায় গড়া মৃণ্ময়ী প্রতিমার বিসর্জনও শুরু হয়েছে গতকাল থেকে। আজও বিসর্জন চলছে ঘাটে ঘাটে। খারাপ মন নিয়ে মাকে বিদায় জানাতে ঘাটে ঘাটে ভিড় দর্শণার্খীদের। যে ঢাকের তালে আগমনীর আগমন বার্তা জেনেছিল বঙ্গ। সেই ঢাকে এখন বিদায়ের বোল। সান্তনা, আসছে বছর আবার হবে।