এবিপিটিএ - Latest News on এবিপিটিএ| Breaking News in Bengali on 24ghanta.com
এবিপিটিএ-র সম্মেলনে তৃণমূলের হামলা

এবিপিটিএ-র সম্মেলনে তৃণমূলের হামলা

Last Updated: Tuesday, October 2, 2012, 23:10

বামফ্রন্টের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সম্মেলনে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউনে মঙ্গলবার বামফ্রন্টের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র দু`নম্বর জোনাল কমিটির সম্মেলন চলছিল। অভিযোগ, সম্মেলন চলাকালীন প্রায় ৭০ জনের একটি দল আচমকাই চাড়াও হয় সম্মেলন হলে।