এমইস - Latest News on এমইস| Breaking News in Bengali on 24ghanta.com
রায়গঞ্জে এমইস গড়তে এককাট্টা দীপা-ডালু

রায়গঞ্জে এমইস গড়তে এককাট্টা দীপা-ডালু

Last Updated: Friday, November 2, 2012, 22:29

রাজ্য সরকার না চাইলেও রায়গঞ্জেই এইমস তৈরি করতে চায় কেন্দ্র। কংগ্রেসের দুই কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি ও আবু হাসেম খান চৌধুরী ফের একথা স্পষ্ট করে দিলেন। যোজনা কমিশনের অনুমোদন ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নানা রেল প্রকল্প ঘোষণা করেছেন বলে আজ অভিযোগ করেন দীপা দাশমুন্সি।