Last Updated: Wednesday, October 3, 2012, 12:29
পয়লা অক্টোবর অটোতে ব্যবহত এলপিজির দাম ৪৫.৬৮ টাকা থেকে বেড়ে ৫০.২৫ টাকা হয়েছে। বৃফস্পতিবার থেকে এই দাম আরও ৩.৩২ টাকা বাড়বে বলে জানা গেছে। তাই কলকাতার বিভিন্ন অটো রুটে আজ থেকে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা শুরু হয়ে গেছে বলে অভিযোগ। কোথাও এক টাকা, কোথাও বা তিন টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে একশ্রেণির অটো চালকের বিরুদ্ধে।