Last Updated: Tuesday, February 25, 2014, 23:19
মালিঙ্গা ম্যাজিক দিয়ে শুরু হল এশিয়া কাপ। মালিঙ্গার পাঁচ উইকেটের কোপে পড়ে জয়ের কাছাকাছি এসেও হারতে হল পাকিস্তানকে। ২৯৬ রান তাড়া করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে এনে ছিলেন উমর আকমল (৭৩), মিসবা উল হক (৭৪)। কিন্তু শেষের দিকে ব্যাটিং ব্যর্থতায় হারতে হল মিসবাদের।