Last Updated: Wednesday, September 5, 2012, 11:07
পশ্চিমবঙ্গ কিংবা কেরালার মতো কখনওই দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে বিশেষ আশাপ্রদ জায়গা দখল করতে পারেনি রাজস্থান। কিন্তু সেই রাজস্থানের নামই এসএফআইয়ের ১৪তম সর্বভারতীয় কনফারেন্সে নেতাদের মুখে মুখে। কারণ আগের কনফারেন্সের তুলনায় এবারের কনফারেন্সে রাজস্থানের সদস্য সংখ্যা বেড়েছে প্রায় কুড়ি হাজার।