Last Updated: Sunday, August 18, 2013, 13:59
বিপদের দিনে সাহায্য করেছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিসের এক শীর্ষ কর্তা। সাহায্য তো করলেন। কিন্তু বিপদ থেকে রক্ষা পেতেই বেরিয়ে এল আসল চেহারা। ক্রমাগত ফোন আর এসএমএস। প্রথমে অনুরোধ, পরে হুমকি। যেতে হবে তাঁর বাংলোয়। হুমকি দেওয়া হল বন্ধুকেও। আতঙ্কিত হয়ে মহিলা অভিযোগ জানালেন একাধিক জায়গায়।