Last Updated: Saturday, July 20, 2013, 13:01
না না ভুয়ো বিজ্ঞাপন নয়। সোনার লোভ দেখিয়ে ওজন কমানোর স্কিম। যদি আবার কোনও টাকা খরচ না করে সোনা লাভ করা যায় তবেই সেই লাভে লোভ করাই ভাল। কী বলেন। দুবাই সরকার এমনই একটা অদ্ভুত কিন্তু মজার স্কিম বার করল। দেশবাসীর স্বাস্থ্য ফেরাতে ঘোষনা করা হল শরীরে ওজন কমাতে পারলেই হাতে খাঁটি সোনা।।