Last Updated: Tuesday, November 5, 2013, 17:10
এ আর রহমানের নামে রাস্তার নামকরণ করা হল কানাডায়। ওন্টারিওর মরখমে রাস্তার নতুন নাম এখন `আল্লারাখা রহমান স্ট্রিট`। নিজের নামে রাস্তা হওয়ায় উল্লসিত রহমান টুইট করেছেন, "আমার রাস্তায় সকলকে স্বাগত জানাই! (কানাডার মরখমে)।"