Last Updated: Monday, February 11, 2013, 10:24
আফজল গুরুর ফাঁসি ইস্যুতে এবার কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের চাপানউতোর প্রকাশ্যে চলে এল। শনিবারই তিহার জেলে ফাঁসি দেওয়া হয় সংসদ হামলার সাজাপ্রাপ্ত আফজল গুরুকে। মৃত্যুর পর তিহার জেলেই কবর দেওয়া হয় আফজলকে।