ওমর আবদুল্লা - Latest News on ওমর আবদুল্লা| Breaking News in Bengali on 24ghanta.com
আফজলকে পরিবারের সঙ্গে দেখা করানো উচিৎ ছিল, মত ওমর আবদুল্লার

আফজলকে পরিবারের সঙ্গে দেখা করানো উচিৎ ছিল, মত ওমর আবদুল্লার

Last Updated: Monday, February 11, 2013, 10:24

আফজল গুরুর ফাঁসি ইস্যুতে এবার কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের চাপানউতোর প্রকাশ্যে চলে এল। শনিবারই তিহার জেলে ফাঁসি দেওয়া হয় সংসদ হামলার সাজাপ্রাপ্ত আফজল গুরুকে। মৃত্যুর পর তিহার জেলেই কবর দেওয়া হয় আফজলকে।