কংগ্রেসের বিরুদ্ধে র - Latest News on কংগ্রেসের বিরুদ্ধে র| Breaking News in Bengali on 24ghanta.com
শিখার বিদ্রোহে নীরব, কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নামার নির্দেশ দলনেত্রীর

শিখার বিদ্রোহে নীরব, কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নামার নির্দেশ দলনেত্রীর

Last Updated: Monday, July 2, 2012, 21:05

শিখা মিত্রের বিদ্রোহকে শেষপর্যন্ত উপেক্ষা করার পথেই হাঁটলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে জোটশরিক কংগ্রেসের বিরুদ্ধেই দলীয় কর্মীদের রাস্তায় নেমে প্রচারের পরামর্শ দিলেন তিনি। উপেক্ষার সুরেই তৃণমূল নেত্রী বলেন, দু-একজনের কথায় কিছু যায় আসে না।