কচ্ছপ - Latest News on কচ্ছপ| Breaking News in Bengali on 24ghanta.com
দমদম থেকে উদ্ধার বিরল প্রজাতির ২০৬টি কচ্ছপ

দমদম থেকে উদ্ধার বিরল প্রজাতির ২০৬টি কচ্ছপ

Last Updated: Thursday, October 31, 2013, 09:17

দমদম থেকে বিরল প্রজাতির ২০৬টি কচ্ছপ উদ্ধার করল পুলিস। বুধবার সন্ধ্যায় দমদম স্টেশনে ট্রেন ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে দুই ব্যক্তি রেক্সিনের ব্যগ নিয়ে নেমে পরে। তারা অকালতাত এক্সপ্রেসে করে আসছিল। সন্দেহ হওয়ায় পুলিস তাদের আটক করে।