Last Updated: Wednesday, October 30, 2013, 14:11
সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চই কাছাকাছি এনে দিল অকংগ্রেস-অবিজেপি চোদ্দটি দলকে। বামদলগুলি একে রাজনৈতিক জোট না বললেও, এ দিনের দিল্লি কনভেনশনকে তৃতীয় ফ্রন্ট গড়ার প্রথম ধাপ হিসেবেই দেখছে নীতীশ কুমার-শরদ যাদবের জেডিইউ। সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে এই ধরনের মঞ্চের প্রয়োজনের কথা মেনে নিয়েছে ইউপিএ শরিক এনসিপি-ও।