কবীর খান - Latest News on কবীর খান| Breaking News in Bengali on 24ghanta.com
আমি একটু মেয়েলি: শাহরুখ

আমি একটু মেয়েলি: শাহরুখ

Last Updated: Sunday, June 16, 2013, 19:30

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় কেরিয়ারে বহু চরিত্রের জুতোয় পা গলালেও অ্যাকশন ছবিতে খুব একটা সাহস দেখাননি বলিউড বাদশা। এতদিনে কারণটা জানালেন নিজেই। শাহরুখ মনে করেন তিনি একটু মেয়েলি। তাই কোনওদিনই মাচো রোল করতে চাননি শাহরুখ।