কমান্ডো - Latest News on কমান্ডো| Breaking News in Bengali on 24ghanta.com
কামদুনিকাণ্ডে অভিযুক্তদের কমান্ডো নিরাপত্তায় সায় রাজ্যের

কামদুনিকাণ্ডে অভিযুক্তদের কমান্ডো নিরাপত্তায় সায় রাজ্যের

Last Updated: Friday, August 23, 2013, 21:26

কামদুনিকাণ্ডে এবার অভিযুক্তদেরই কমান্ডো নিরাপত্তা দেওয়ার আবেদনে সমর্থন জানাল রাজ্য। এর আগে বারাসাত থেকে বিচারভবনে এই মামলা নিয়ে আসার আবেদন জানিয়েছিল অভিযুক্তরা। সেই আবেদনেও সমর্থন জানিয়েছিল রাজ্য। আজ কলকাতার বিচারভবনে নগর দায়রা আদালতেই ছিল শুনানির প্রথম দিন।