Last Updated: Wednesday, February 6, 2013, 22:07
সতেরো দিনে আটটি খুন। এই পরিসংখ্যান কলকাতা লাগোয়া বারাকপুর কমিশনারেট এলাকায়। স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। কমিশনারেট গড়ে কী লাভ হল, উঠছে সে প্রশ্ন। তালিকায় শীর্ষে দমদম থানা। সেই থানার আইসির অপসারণের দাবিও জোরদার হচ্ছে বাসিন্দাদের গলায়।