Last Updated: Thursday, September 12, 2013, 09:58
পুজো আসলেই নাকি বেড়ে যায় চুরি-ছিনতাই। কত কিছুই চুরি যায় এই বাজারে। কিন্তু পুজো চুরির কথা কোনওদিন শুনেছেন ? হ্যাঁ, শহর কলকাতার পুজোর খবরে এবার সেরা চমক বোধহয় এটাই। যথারীতি এই চুরির পিছনে নিজেদের চরিত্র বজায় রেখে মদত দিয়ে চলেছে পুলিসও।