Last Updated: Monday, January 2, 2012, 16:13
হরিদেবপুর থানার পূর্ব বড়িশা এলাকায় ছড়িয়ে পড়েছে জনডিস। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের ইশান ঘোষ রোডে, বেশ কয়েকটি পরিবারের সদস্যের শরীরে জনডিস ধরা পড়েছে। পুরসভার সরবরাহ করা জলের দূষণ থেকেই জনডিস ছড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।