Last Updated: Tuesday, October 15, 2013, 20:38
আধিকারিকদের তলব দিয়ে মেট্রো রেলের নতুন ভাড়ায় ফেরবদল ঘটালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ভাড়া বৃদ্ধির প্রয়োজন অনুভব করলেও সম্প্রতি যে ভাড়া বৃদ্ধি হয় তা লাগাম ছাড়া, একথা অনুভব করে ও সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এই ফের একবার ভাড়ার তালিকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী।