Last Updated: Wednesday, November 13, 2013, 12:10
বুধবার সকাল থেকেই বিপর্যস্ত মেট্রো পরিষেবা। দমদম স্টেশনে মেট্রোর লাইনে সমস্যার কারণে মেট্রো পরিষেবা দারুণভাবে ব্যাহত হয়। সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যা নাজেহাল হয়ে পড়েন নিত্যযাত্রীরা। আপ থেকে ডাউন লাইনে এই সমস্যা হয়। আপ লাইনে ফেরানো হচ্ছে রেক। প্রায় ৩০০ মিটার এভাবেই রেক চালানো হয়। ফেল বিভ্রাট হ. মেট্রো পরিষেবায়। অফিস টাইমে এই দুর্ভোগের কবলে পড়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।