Last Updated: Tuesday, September 3, 2013, 21:38
কাটোয়া গণধর্ষণকাণ্ডের ২ মূল অভিযুক্তের দুর্ঘটনায় মৃত্যু। ফরিদ শেক ও কালাম শেক নামে ওই দুই অভিযুক্তের মঙ্গলবার কাটোয়া আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে লাভপুরের কাছে লরির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে পুলিস জানিয়েছে।