Last Updated: Tuesday, October 30, 2012, 16:38
প্রথমে জন্মদিনে টুইটারে নিজের নগ্ন ছবি পোস্ট করে দাওয়াত দিলেন। তারপর প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদের সেই বিখ্যাত ফটোশুট করে পুনম পাণ্ডেকে টেক্কা দিয়েছিলেন। তবে এখানেই থেমে যায়নি তাঁর দৌড়। এবারে `কামসূত্র থ্রি ডি` ভার্সনেও সম্পূর্ণ নগ্ন রূপে আসতে চলেছেন শারলিন চোপড়া!