Last Updated: Wednesday, November 6, 2013, 12:30
একজন নকশাল নেতা, যিনি দু-বছর আগেই মারা গেছেন। বেঁচে থাকাকালীনও যিনি হাজার সাধ্যসাধনাতেও কখনও কোনও সরকারি আর্থিক সাহায্য নেননি। সেই কানু সান্যালেরই ছবি দিয়ে বাজারে এল সরকারি স্বল্প সঞ্চয় স্কিমের বিজ্ঞাপন। কেন দেওয়া হল এই ছবি? ভেবেচিন্তেই কি এই ছবি ব্যবহার করা হয়েছে? নাকি এর পিছনে কাজ করছে প্রশাসনের চূড়ান্ত গাফিলতি?