Last Updated: Wednesday, February 13, 2013, 10:20
প্রেমের সপ্তাহে আজকের দিনটা কিস্ মানে চুম্বনের। কথাটা শুনেই বুঝতে পারছেন, আজ এমন একটা দিন যেদিন প্রিয় মানুষটাকে একেবারে ঘনিষ্ঠতমভাবে পাওয়ার একটা সুযোগ, নিন্দুকরা বলে বাহানা। কিস্ এই একটা শব্দ উচ্চারণ করলে করলেই যেন রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগে! চুম্বন, চুমু, কিস্...যে নামেই ডাকো না কেন, চুমুর সেই স্বপ্ন-শিহরণ একটুও যেন কমে না...নানা রুপে নানা ভাবে ব্যাপারটা একেবারে রোম্যান্টিকতায় মাখোমাখো।