Last Updated: Tuesday, October 2, 2012, 09:46
লেফটেন্যান্ট জেনেরাল কুলদীপ সিং ব্রারের আক্রমণের ঘটনায় সাধারণ আততায়ীদের
সনাক্ত করতে সাধারণ মানুষের সাহাজ্য চাইল স্কটল্যান্ড ইয়ার্ড। পুলিসের তরফ
থেকে জানান হয়েছে চারজন আক্রমণকারীর প্রত্যেকেই কালো জ্যাকেট পরে ছিল।
উল্লেখযোগ্যভাবে, প্রত্যেকেরই লম্বা দাড়ি ছিল বলেও জানান হয়েছে। এদের মধ্যে
একজনকে তুলনায় অল্প বয়ষ্ক এবং রোগা বলে মনে করা হয়েছে।