Last Updated: Monday, January 28, 2013, 18:13
বামেদের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এখনও পর্যন্ত ৭৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। আর এই কৃষক আত্মহত্যাই এবার সিপিআইএমের কৃষক সংগঠন কৃষকসভার রাজ্য সম্মেলনের ফোকাস ছিল। বামেদের অভিযোগ, সরকার কৃষকদের ধানের নায্য মূল্য দিচ্ছে না। সেই কারণেই একের পর এক কৃষক আত্মহত্যা বলে বামেদের দাবি।