Last Updated: Sunday, September 1, 2013, 17:51
পালকের মধ্যে লুকনো ছিল একটি ইলেকট্রনিক যন্ত্র। যার জেরে গ্রেফতার হতে হল বেচারি হাঁসকে। যন্ত্রটি নাকি স্পাই ক্যামেরা। মিশরের নীল নদের দক্ষিণ উপকূল কেনাতে এক জেলে পাঁচটি হাঁস ধরেন। যার মধ্যে এই হাঁসটিও ছিল।