Last Updated: Friday, November 1, 2013, 16:46
২০০২-এর গোধরা পরবর্তি দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করা যায় না বলে মন্তব্য করলেন গুজরাত মুখ্যমন্ত্রীর তদানীন্তন প্রধান নিরাপত্তা উপদেষ্টা কে পি এস গিল। রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা পুলিসের দায়িত্ব হওয়ায় মোদীকে ক্লিনচিট দেওয়ার পক্ষপাতি পঞ্জাব পুলিসের এই প্রাক্তন ডিজিপি।