কেবিসি ৭ - Latest News on কেবিসি ৭| Breaking News in Bengali on 24ghanta.com
কেবিসি ৭-এর প্রথম কোটিপতি তাজ মহম্মদ রংরেজ

কেবিসি ৭-এর প্রথম কোটিপতি তাজ মহম্মদ রংরেজ

Last Updated: Sunday, September 8, 2013, 21:49

তাজ মহম্মদ রংরেজ। ভারতের কোটিপতিদের তালিকায় নবতম সংযোজিত নাম। কউন বনেগা ক্রোড়পতি ৭-এর প্রথম কোটিপতি ইনিই। উদয়পুরের বাসিন্দা ইতিহাস শিক্ষক তাজ, এর মধ্যেই কউন বনেগা ক্রোড়পতি থেকে জিতে নিয়েছেন ১ কোটি টাকা।