Last Updated: Thursday, March 14, 2013, 11:01
ধৃত ব্যক্তিই যে বিট্টি মোহান্তি সেই বিষয়ে তাদের হাতে উপযুক্ত প্রমাণ রয়েছে বলে জানাল কেরল পুলিস। বৃহস্পতিবার বিট্টি মোহান্তি সন্দেহে গ্রেফতার ব্যক্তির ভাড়া বাড়িতে তল্লাসি চালিয়ে তার বাবা ওডিশা পুলিসের প্রাক্তন ডিজিপি বিবি মোহান্তির পরিচয় পত্র সংগ্রহ করেছে পুলিস। এছাড়াও সন্দেহজনক কিছু কাগজপত্র, প্রিন্টার ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া নথির সঙ্গে বিট্টি মোহান্তির নতুন পরিচয় রাঘব রাজনের মিল রয়েছে।