Last Updated: Thursday, December 5, 2013, 15:49
জ্যোতির্ময় নন্দীর মায়ের আবেদনে সাড়া দিল না হেয়ার স্ট্রিট থানায় পুলিস। আগামিকালই শেষ হচ্ছে জ্যোতির্ময়ের পুলিস হেফাজতের মেয়াদ। কিন্তু জ্যোতির্ময় নন্দীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে আজই আদালতে তোলার ব্যাপারে পুলিসের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর মা। পুলিসের তরফে তাঁর মা ও দিদিকে মৌখিক আশ্বাসও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জ্যোতির্ময়ের দিদি সুমিতা দাস।