Last Updated: Friday, May 24, 2013, 23:21
গরমে ক্লান্তি কাটাতে খুব ভাল কোল্ড কফি। কোল্ড ড্রিঙ্ক বা শরবতে স্বস্তি মিললেও কোল্ড কফি এনার্জিও দেয়। তার সঙ্গেই চকোলেট, পুডিং আর আইসক্রিম মেশালে হয়ে যেতে পারে দারুণ ডেজার্ট। গরমে অতিথি আপ্যায়নে এর কোনও তুলনা নেই।