Last Updated: Tuesday, August 20, 2013, 17:59
শারাপোভা মানেই এক্সপেরিমেন্ট। পোশাক, জুতো, লুক সবকিছু নিয়েই এক্সপেরিমেন্ট চলতেই থাকে। এবারে সেইসব থেকে বেরিয়ে নিজের নাম নিয়েই এক্সপেরিমেন্ট করতে চলেছেন মারিয়া। আগামী ইউ এস ওপেনের জন্য নিজের নাম বদলে তিনি হতে চান সুগারপোভা। তবে এই বদল শুধুই স্টাইল স্টেটমেন্ট নয়, নিজের ক্যান্ডি ব্র্যান্ডের প্রচারের উদ্দেশ্যেই এই নাম বদলের ভাবনা।