Last Updated: Monday, March 18, 2013, 18:09
এভাবেও ফিরে আসা যায়! আট মাসের চোট কাটিয়ে রাফায়েল নাদাল কোর্টে ফিরলেন রাজার মতই। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে আর্জেনটিনার দেল পোর্তেকে হারিয়ে দিলেন ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে। প্রথম সেট হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় সেটে ১-৩ পিছিয়ে থেকে দুর্দান্ত ভাবে খেলায় ফিরে আসেন রাফা। দ্বিতীয় সেটটি জিতে নেন ৬-৩-এ। অন্যদিকে মেয়েদের বিভাগে ফাইনালে ওজনিয়াকিকে কার্যত উড়িয়ে দিলেন মারিয়া শারাপোভা।