Last Updated: Tuesday, August 27, 2013, 23:17
সুন্দরবনের ঝড়খালিতে হবে ইকোটুরিজম হাব। থাকবে হেলিকপ্টারে সুন্দরবন দেখার সুযোগ। পর্যটকদের জন্য প্রায় ১০০ একর জমিতে তৈরি হবে রিসর্ট। থাকবে নেচার পার্ক, ওপেন এয়ার থিয়েটার, স্পা, ফুড কোর্ট, ক্রাফট ভিলেজ। মঙ্গলবার এই পরিকল্পনার কথা শোনালেন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।