Last Updated: Wednesday, January 4, 2012, 17:23
২০১২ দাবা বিশ্বচ্যাম্পিয়নশীপে খেলতে নামার বড় ধাক্কা খেলেন বিশ্বনাথন আনন্দ। গত বছরের খারাপ ফর্মের জন্য বিশ্ব ক্রমপর্যায়ে চতুর্থ স্থানে নেমে এলেন ভিশি। ২০ মাস পর ২৮০০ পয়েন্ট থেকে ২৭৯৯ পয়েন্ট নামলেন আনন্দ।