Last Updated: Thursday, October 11, 2012, 17:44
যখন খেলতেন অনিল কুম্বলের দায়িত্ব ছিল বিপক্ষকে নাজেহালে করে দেশকে জয় এনে দেওয়া। অবসর দুনিয়ায় ঢুকে পড়ার পর তাঁর দায়িত্বটাও বদলে গিয়েছে অনেকটা। নিজের রাজ্যে কর্নাটক, দেশ ভারতের পর এবার বিশ্ব ক্রিকেটকেও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব চাপল কুম্বলের কাঁধে।