Last Updated: Sunday, June 10, 2012, 17:21
কয়লার ব্লক বণ্টন আর সেবিষয়ে সিবিআইয়ের নিরপেক্ষতা ইস্যুতে তরজা এখন তুঙ্গে। কয়লার ব্লক বণ্টনে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের তির ছোঁড়া বন্ধ করতে নারাজ টিম আন্না। যাবতীয় অভিযোগ নস্যাত করে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে আজ আক্রমণ আরও শানিত করেছে আন্না শিবির। উল্টোদিকে সুর চড়া করেছে কংগ্রেসও।