Last Updated: Tuesday, October 2, 2012, 23:17
খড়গপুর আইআইটির নতুন অধিকর্তা হলেন শঙ্কর কুমার দাস। এরআগে ওই পদে ছিলেন দামোদর আচারিয়া। সোমবার থেকে নতুন অধিকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন শঙ্কর বাবু। আগামি দিনে বিশ্বের প্রথম কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খড়গপুর আইআইটিকে তুলে ধরার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নতুন অধিকর্তা।