Last Updated: Saturday, April 6, 2013, 11:01
শম্ভুনাথ কাউকে বের করে নিয়ে যাওয়ার সময়ে আদালত চত্বরে ফের বিক্ষোভ দেখালেন
নিহত অধীর মাইতির আত্মীয়েরা। শম্ভুনাথ কাউয়ের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ
দেখান তাঁরা। এর আগে শম্ভুনাথ কাউকে আদালতে তোলার সময়েও বিক্ষোভ
দেখিয়েছিলেন শম্ভুনাথ কাউয়ের পরিজনেরা। ধাপা-মাঠপুকুর এলাকার বাসিন্দারা
বিক্ষোভে সামিল হন।