গঙ্গা দূষণ - Latest News on গঙ্গা দূষণ| Breaking News in Bengali on 24ghanta.com
বাড়ছে গঙ্গা দূষণ, কমছে নাব্যতা

বাড়ছে গঙ্গা দূষণ, কমছে নাব্যতা

Last Updated: Tuesday, October 30, 2012, 17:28

ভয়াবহ আকার নিচ্ছে গঙ্গা দূষণ। ভারতের পবিত্রতম নদী গঙ্গার দূষণ বিপদমাত্রা ছুঁয়েছে অনেক আগেই। ফি বছর দুর্গাপ্রতিমা বিসর্জনের পর তা আরও ভয়াবহ আকার নেয়। ক্রমেই কমছে নদীর নাব্যতা। পরিস্থিতি এতটাই সঙ্গীন, যে অবিলম্বে কোনও ব্যবস্থা না নিলে, আগামী ১০ বছরের মধ্যে  ফেরি ও জাহাজ পরিষেবা বন্ধ হতে পারে । এমনই আশঙ্কা করছেন পরিবেশবিদরা।