গভীররাতে আগুনে ভস্মী - Latest News on গভীররাতে আগুনে ভস্মী| Breaking News in Bengali on 24ghanta.com
ফের অগ্নিকাণ্ড কলকাতার বাজারে, ভস্মীভূত একাংশ

ফের অগ্নিকাণ্ড কলকাতার বাজারে, ভস্মীভূত একাংশ

Last Updated: Tuesday, May 22, 2012, 13:14

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বেলেঘাটার ১৮টি দোকান। আগুন লাগে রাত তিনটে নাগাদ । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে গ্যাস সিলিণ্ডার ফাটার শব্দ পান তাঁরা। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে টানা তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১৬টি ইঞ্জিন।